নাগরিক বিধি

বাংলাদেশ রাষ্ট্রের স্বার্বভৌমত্ব ও বাঙালি জাতির মর্যাদা ক্ষুণ্ণ করে এমন কোনো লেখা প্রকাশের ব্যাপারে নেতিবাচক সিদ্ধান্ত গ্রহণের অধিকার নাগরিকোত্তর সংরক্ষণ করে। মন্তব্যের ক্ষেত্রেও আলোচনা সাপেক্ষে এহেন কোনো মন্তব্যদাতাকে নিষিদ্ধ করার ক্ষমতা থাকবে।

প্রকাশিত সকল লেখা এবং মন্তব্যের দায় উক্ত লেখার লেখক ও মন্তব্যকারীর। কোনো পোস্ট এবং মন্তব্যের দায় কোনো অবস্থায়ই নাগরিকোত্তর বহন করবে না।

শুধুমাত্র নিজ নামে নিবন্ধন করবার জন্য সবাইকে উৎসাহিত করা হচ্ছে।

যে কোনো বিষয়ের যুক্তিতর্কে অহেতুক গালি-গালাজ/ব্যক্তি আক্রমণ নাগরিকোত্তর কঠোরভাবে নিরুৎসাহিত করে।

মেশিন জেনারেটেড (যন্ত্রলিখিত), বক্তব্যহীন, সূত্র উল্লেখ ব্যতীত কপি-পেস্ট এবং যে পোস্টে কপি-পেস্ট অংশটিই প্রধান হয়ে দাঁড়ায় এমন লেখা নাগরিকোত্তর প্রকাশ করবে না।

কোনো লেখার কারণে কোনো ব্যক্তির পারিবারিক বা ব্যক্তি জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে, কিংবা প্রাণনাশী হুমকিস্বরূপ প্রতীয়মান হচ্ছে বলে মনে হয়, তাহলে নাগরিকোত্তর কর্তৃপক্ষ সেই লেখা বা মন্তব্য প্রকাশ/সংরক্ষণে অনুমোদন দেবে না ।

যদি নাগরিকোত্তর কর্তৃপক্ষ কোনো লেখার বক্তব্যকে শুধুই অন্য কোনো সাইট, প্রতিষ্ঠান, ব্যক্তি কিংবা যে কোনো কিছুর একচ্ছত্র বিজ্ঞাপন বলে মনে করে, তবে কর্তৃপক্ষ সেই পোস্ট প্রথম পাতা থেকে সরিয়ে দেবে। এই একই কাজ ২য় বার যদি একই সদ্যস্য দ্বারা সংঘটিত হয়, তবে তাকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হবে।

নাগরিকোত্তরে প্রকাশিত কোনো লেখা পূর্বে অন্য কোনো আন্তর্জালিক মাধ্যমে প্রকাশিত হয়ে থাকলে তা উল্লেখ করবার অনুরোধ রইল। বিশেষ কারণ ব্যতিরেকে, অন্য কোনো আন্তর্জালিক মাধ্যমে প্রকাশিত কোনো লেখা নাগরিকোত্তরের কোনোরূপ প্রকাশনায় (ই-বুক কিম্বা সম্মিলিত বই) স্থান পাবে না, এবং ফিচার হিসেবে নির্বাচিত হবে না। যে লেখাগুলো নাগরিকোত্তরে প্রথম প্রকাশিত, সেগুলোর ক্ষেত্রে অন্যত্র সর্বনিম্ন ১দিন (২৪ ঘন্টা) পরে প্রকাশিত হলে তা গ্রহণযোগ্য হবে।

নাগরিক হতে হলে বিনা দ্বিধায় নিবন্ধন করে ফেলুন, আর তৎক্ষণাৎ হয়ে উঠুন আমাদের একজন।

১০

নাগরিকোত্তর এডমিন প্যানেল নাগরিক আইডি সরিয়ে ফেলার সর্বস্বত্ব সংরক্ষণ করে। মূলত, এই বিধিমালার যে কোনো একটির সাথে সাংঘর্ষিক কোন মতামত, মন্তব্য, বয়ান অথবা অন্য যে কোনো কারণে সাইটের জন্য উক্ত আইডির উপস্থিতি ক্ষতিকর বা সমস্যাজনক বলে প্রতীয়মান হলে কোনো কারণ দর্শানো ছাড়াই এডমিন প্যানেল তার আইডি সরিয়ে ফেলার অধিকার রাখে।

© 2025 নাগরিকোত্তর। সর্বস্বত্ব সংরক্ষিত।